ফিনল্যান্ডের এস্পো নামক শহরে বিজ্ঞান-গবেষণা ভিত্তিক সোশ্যাল এক্সেপ্টেবিলিটি স্টাডি (সাস) নেটওয়ার্ক, আলতো বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল দেড় দিনের (৩১ অক্টোবর-১ নভেম্বর, ২০১৯) আন্তর্জাতিক সেমিনার: টেকসই আগামীদিনের দিকে-তত্ত্ব বা ধারনা থেকে অনুশীলন (Towards sustainable tomorrows: From sound concepts to sound practice)।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৫১ জন এই সেমিনারে অংশগ্রহণ করে। সাস নেটওয়ার্কের বর্তমান প্রেসিডেন্ট ও ফাউণ্ডার মেম্বার, শিক্ষক মোঃ মঞ্জুরে মওলা সেমিনারে আগত উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে এবং আমন্ত্রিত উদ্বোধনী সেশনের স্পীকারদের পরিচয় করিয়ে দেন।
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।