করোনা মহামারী মোকাবেলা তথা বাংলাদেশকে আবারও সুস্থ করে তোলার জন্য পেশা ভিত্তিক বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির সমন্বয় এখন সময়ের দাবি। বৈশ্বিক করোনা মহামারি সুন্দর মানব সমাজ গঠনের জন্য উন্মোচন করেছে নতুন নতুন চিন্তার দ্বার। এক কথায়, করোনা মহামারী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে দুটি কথা।
(১) রাষ্ট্রের সীমানা বা দূরত্ব বলতে পৃথিবীতে আর কিছুই নেই। বরং জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সক্ষমতাই সবকিছু। এবং (২) পুঁজিবাদী রাষ্ট্র পরিচালনা পর্ষদকে অর্জন করতে হবে। সাধারণ নাগরিকের অনাস্থা নয় বরং আস্থা এবং পরিচয় দিতে হবে সাম্যবাদীতার।
প্রশ্ন জাগে, করোনা পরবর্তী পৃথিবীকে আমরা কেমন দেখতে চাই? এভাবে বললে ভুল হবে বরং আমরা কিভাবে এই পৃথিবীকে সাজাতে চাই সেটা বলা যেতে পারে। করোনা পরবর্তী পৃথিবীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাপনা কি আগের মতো হবে নাকি মানুষের কল্যাণের জন্য হবে?
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন